নওগাঁয় বৈদ্যুতিক ও মিটার চোর চক্রের ৪ সদস্য আটক

নওগাঁয় বৈদ্যুতিক তার ও মিটার চোর চক্রের সক্রিয় চার সদস্যকে আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নওগাঁয় বৈদ্যুতিক ও মিটার চোর চক্রের ৪ সদস্য আটক

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় বৈদ্যুতিক তার ও মিটার চোর চক্রের সক্রিয় চার সদস্যকে আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। 

নওগাঁ সদর মডেল থানায় রবিবার দুপুর সাড়ে ১২টার সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়ে তামার অংশ বের করতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূরনবী স্থানীয় লোকজনদের সহায়তায় রাত্রী ৯.৩০ সময়। আসামী সদর উপজেলার বরুনকান্দী গ্রামের রেজাউলের ছেলে সাগর (২০) তোফাজ্জলের ছেলে সজিব হোসেন (২৫) সামাদের ছেলে সাঈদ (২৯) ও মমতাজের ছেলে বিলুল (৩৫) কে আটক করে মালামাল উদ্ধার করে। আসামীরা বরুনকান্দি মোড়ে ফিরোজ হোসেনের গ্যারেজ থেকে ৩টি তামার তার ও লোহার সামগ্রী চুরি করে যার অনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।