পবিপ্রবিতে গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট ও আউটকাম-বেইজড অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট ও আউটকাম-বেইজড অ্যাসেসমেন্ট বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট ও আউটকাম-বেইজড অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট ও আউটকাম-বেইজড অ্যাসেসমেন্ট বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এগ্রিকালচার সেমিনার রুমে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ।

‎ভাইস-চ্যান্সেলর বলেন, “উচ্চশিক্ষার মূল লক্ষ্য দক্ষ মানবসম্পদ তৈরি করা। আউটকাম-বেইজড অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মনোভাব যাচাইয়ের সর্বাধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। পবিপ্রবির প্রতিটি অনুষদ ও বিভাগকে ইতোমধ্যে পূর্ণাঙ্গ OBE কাঠামো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

‎কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন আইকিউএসি’র অ্যাডিশনাল ডিরেক্টর ও মডারেটর প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।

‎সকাল ১০টা ১৫ মিনিটে টেকনিক্যাল সেশন শুরু হয়। এতে “Outcome-Based Education: Present Status of PSTU” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. নুর নবি। পরবর্তী সেশনগুলোতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডিশনাল ডিরেক্টর সুব্রত চৌধুরী ভিশন, লার্নিং আউটকাম, কোর্স ডিজাইন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

‎বিকেলের হাতে-কলমে সেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক একাডেমিক মূল্যায়ন কৌশলের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন।

‎দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক, সমন্বয়কারী ও কর্মকর্তারা অংশ নেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিল আইকিউএসি। বিকেল ৫টায় কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।