জামায়াত-এনসিপি জোটে কে কত আসন পাচ্ছে?

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা আজ বুধবার ঘোষণা করা হবে

জামায়াত-এনসিপি জোটে কে কত আসন পাচ্ছে?

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা আজ বুধবার ঘোষণা করা হবে। সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছে ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি ৩০টি আসন পাচ্ছে। ইতিমধ্যে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের বৈঠক হয়।

সেখানে তারা জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হবে, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০০ আসনের মধ্যে ১৯০ আসনে নির্বাচন করতে পারে জামায়াত। আর জোটের বাকি ১০টি দল নিজ নিজ প্রতীকে অংশ নেবে ১১০টি আসনে।

জোটের সূত্র বলছে, জামায়াত নেতৃত্বাধীন জোটের বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়তে পারে ৪০টি আসনে।আর শেষ দিকে এই জোটে যুক্ত হওয়া এনসিপি লড়বে ৩০ আসনে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টিতে, খেলাফত মজলিস ৭টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং জাগপা প্রতিদ্বন্দ্বিতা করবে একটি আসনে। আর বাকি ৫টি আসনে লড়বেন জোটের অন্য ৩ দল।

চূড়ান্ত আসন তালিকা ঘোষণার আগে আজ দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে সকাল থেকে বিভিন্ন দল তাদের নির্বাহী পরিষদের বৈঠক করছে।

রাশেদ প্রধান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ১১ দল সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায়। ইনশাআল্লাহ।সূত্র_কালের কন্ঠ