বদলগাছীতে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের র্যালি
আজ সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও পালিত হয়েছে ৫ ই আগস্ট গণঅভুত্থানের বিজয়ের র্যালি,

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : আজ সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও পালিত হয়েছে ৫ ই আগস্ট গণঅভুত্থানের বিজয়ের র্যালি, আজ এই দিন অন্ধকার জীবন থেকে বাংলাদেশের জনগণের মুক্তি পাওয়ার দিন
আজ ৫ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় বদলগাছী উপজেলা বিএনপি’র আয়োজনে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে গণত্যুত্থানের বিজয়ের মিছিল ও র্যলি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন.উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল হাদী চৌধুরী (টিপু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী
প্রধান অতিথির বক্তব্যে ফজলেহুদা বাবুল বলেন, আজকের এই বিজয় দিনের জন্য হাজার হাজার ছেলেমেয়েদের পঙ্গুত্ব হয়েছে , শত শত ছেলেমেয়েরা জীবন দিয়েছে, অনেক সাংবাদিকরা নিহত হয়েছে ও পুলিশ বাহিনীর কিছু সদস্যদের প্রাণের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি।
যাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছে, তাদের স্বপ্ন বাস্তবে পরিণত করায় আমাদের লক্ষ। দেশ নায়ক তারেক জিয়া'র ৩১ দফা বাস্তবায়ন হলে জুলাই যুদ্ধ আমাদের সার্থক হবে।
ফ্যাসিবাদি হাসিনা বিদেশের মাটিতে বসে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, বাংলার মাটিতে আর যেন কখনো ফ্যাসিবাদিরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।
প্রধান অতিথি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বাধীনতা আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে।
আগামীর নতুন বাংলাদেশ শহিদ জিয়ার আদর্শে তারেক জিয়া'র নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।