মেহেরপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদেশি পিস্তল ও বোমাসহ আটক

মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেলসহ রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীকে (৫০) আটক করা হয়েছে

মেহেরপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদেশি পিস্তল ও বোমাসহ আটক

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেলসহ রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীকে (৫০) আটক করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভোরে উপজেলার এলাঙ্গী গ্রামে নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক জাফর আলী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিম এবং পুলিশের সদস্যরা অংশ নেয়। জাফর আলীর বাড়ির আঙ্গিনা সংলগ্ন পরিত‍্যাক্ত একটি ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, অস্ত্র ও ককটেল কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।