‎দুমকিতে অবৈধ কারেন্ট জালসহ দুই জেলে আটক  ‎

পটুয়াখালীর দুমকিতে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ মোঃ মনির হোসেন (৪০) ও মোঃ কাইয়ুম ফরাজী (২৫) কে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও পুলিশের যৌথ অভিযানে

‎দুমকিতে অবৈধ কারেন্ট জালসহ দুই জেলে আটক   ‎

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ মোঃ মনির হোসেন (৪০) ও মোঃ কাইয়ুম ফরাজী (২৫) কে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও পুলিশের যৌথ অভিযানে। আটককৃতদের ১মাসের কারাদণ্ড দেয়া হয়।

‎গতশনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৯টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়ার নিজ বসত ঘর থেকে ৫০ মিটার হাজার নতুন কারেন্ট জালসহ  আটক করা হয়। পরে আটককৃতদের দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক‌  মোবাইল কোর্ট পরিচালনা করে নতুন কারেন্ট জাল বুনন ও ক্রয় বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ এর আওতায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

‎ আটককৃত মোঃ মনির হোসেন পিং হাকিম খান ও মোঃ কাইয়ুম ফরাজী পিং খলিল ফরাজী উভয় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।

‎দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদী ও বাজার এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।