৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন:৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহানন্দা সেতুর উভয় পার্শ্বে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়,ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।  

শিক্ষার্থীরা বলছেন, আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করা হয়েছে কিন্তু কেউ কর্ণপাত করেনি, তাই এখন আমরা সড়ক অবরোধ করেছি।দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

তারা আরও বলেন,পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরাসহ ৬ দফা দাবি মানতে হবে।