জুমার নামাজ পড়তে গিয়ে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

চাঁপাইনবাবগঞ্জের মহাপুকুর এলাকায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে এক শিশু

জুমার নামাজ পড়তে গিয়ে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের মহাপুকুর এলাকায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে এক শিশু। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহাপুকুর গ্রামে এ নিহতের ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের রহমত আলীর ছেলে সিফাত আলী (০৪)। 

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলো শিশু সিফাত। এসময় বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ট্রাক্টর চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা জানান,হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। 

নিহতের স্বজন আব্দুর রাকিব বলেন, বাসা থেকে বের হয়ে একা একায় মসজিদে নামাজে যাচ্ছিলো শিশু সিফাত। এর আগে তার মা তাকে রাস্তা পার করে মসজিদের পাড়ে করে দিয়ে বাসায় চলে যায়। ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাড়ির সামনে দিয়ে যাওয়া সকল ট্রাক্টর জব্দ করে। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পলশা উত্তরপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনোয়ার মাহমুদ জানান, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। দেহের উপর দিয়ে ট্রাক্টরের চাকা যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

ঘটনার পর স্থানীয় জনতা মাটিভর্তি ১২টি ট্রাক্টর আটক করে রাখে। এ ঘটনায় মামলা হচ্ছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। তিনি জানান, মামলা গ্রহণ শেষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।