চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
আগামী ১৫ই মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করার লক্ষ্যে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন ডাঃ এ কে এম সাহাব উদ্দীন

কপোত নবী স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ :আগামী ১৫ই মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করার লক্ষ্যে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন ডাঃ এ কে এম সাহাব উদ্দীন।
সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ শনিবার জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম জনিত মৃত্যুর হার ৫০ ভাগ হ্রাস করে। ডায়রিয়া জনিত মৃত্যুহার ৩৩ ভাগ হ্রাস করে। সুস্থ শিশু সুস্থ জাতি গঠনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।