চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুসহ ডেঙ্গু রোগে আক্রান্ত ১২ জন

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন মঙ্গলবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়

চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুসহ ডেঙ্গু রোগে আক্রান্ত ১২ জন

চাঁপাইনবাবগঞ্জে ১২ বছরের তিন শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে দুজনের বাড়ি রানীহাটি, একজনের চাকপাড়া, একজনের আরামবাগ, দুজনের সুন্দরপুর, একজনের নরেন্দ্রপুর, একজনের বাররশিয়া, একজনের মুন্নপাড়া, একজনের গাবতলা। এরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন। অপরদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছে ২ জন। তাদের মধ্যে একজনের বাড়ি চককীর্তি ও একজনের কানসাট।

বর্তমানে জেলায় পাঁচ শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৪ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৫ জন পুরুষ ও ৬ নারীসহ ২১ জন, শিবগঞ্জে ৭ নারী ও ৫ জন পুরুষসহ ১২ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ রোগী ভর্তি অছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৭ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬৫৩ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৮০ জন পুরুষ এবং ১৭৩ জন নারী রয়েছেন।

মঙ্গলবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।