চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত 

বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের ২৪ ঘণ্টার প্রতিবেদনে জানা গেছে, নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত 

চাঁপাইনবাবগঞ্জে কমছে না ডেঙ্গুর বিস্তার লাভ। মাঝে মধ্যে শনাক্তের সংখ্যা কম-বেশি হলেও হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে।

বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের ২৪ ঘণ্টার প্রতিবেদনে জানা গেছে, নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ শিশুসহ ৪৭ জন।

তথ্যমতে, বৃহস্পতিবার ৭ বছরের ১ শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন ৬ জন। এই ৬ জনের মধ্যে একজনের বাড়ি রানীহাটি, একজনের আরামবাগ, একজনের পেচিপাড়া, একজনের চৌহদ্দিটোলা, একজনের বিশ^নাথপুর, একজনের ফতেপুর, একজনের আরামবাগ, একজনের দেবীনগর, একজনের বারঘরিয়া। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছে ৪ জন। তাদের মধ্যে একজনের বাড়ি চল্লিশ রশিয়া, একজনের হাসিমপুর, একজনের কানসাট ও একজনের চৌরশিয়া। এছাড়া ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন ২ জন। তাদের মধ্যে একজনের বাড়ি বজরারটেক ও একজনের পোলাডাঙ্গা গ্রামে।

বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ২৩ জন পুরুষ ও ৭ নারীসহ ৩০ জন, শিবগঞ্জে ৯ নারী ও ৪ জন পুরুষসহ ১৩ জন এবং ভোলাহাটে ৪ জন পুরুষ রোগী ভর্তি অছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬৬৯ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৮৮ জন পুরুষ এবং ১৮১ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।