নওগাঁ জেলা রেফারিজ এসোসিয়েশনের দ্বি-মাসিক সভা
রেফারিরা হলো ফুটবল খেলার প্রাণ রেফারিদের সবসময় খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হয়
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা রেফারিজ এসোসিয়েশনের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নওগাঁ পুলিশ সুপারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুতুব উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাসুদ ইসলাম , ওয়ালিউল ইসলাম, সেলিম হোসেন সাবু, সফিউল আলম, আব্দুস সাত্তার, আতিয়ার রহমান বাদল, গোলাম হোসেন, আবু বক্কর সিদ্দিক, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম প্রমূখ।
সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পূর্বের সভায় রেফারিদের আইডি কার্ড, ব্লেজার তৈরি এবং রেফারিদের আইডি কার্ড নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীতে এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নতুন করে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, রেফারিরা হলো ফুটবল খেলার প্রাণ। রেফারিদের সবসময় খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হয়। এজন্য মাঠে নিয়মিত খেলার আয়োজন থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, রেফারিজ এসোসিয়েশনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সকল রেফারির সহযোগিতা চান।