‎বানিয়াচংয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আশিক মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯

‎বানিয়াচংয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আশিক মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯।

‎র‌্যাব–৯ সূত্র জানায়, মামলাটি দায়েরের পর সংস্থাটি ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত ১ জানুয়ারি রাত আটটার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের আউশপাড়া এলাকায় অভিযান চালিয়ে আশিক মিয়াকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তার আশিক মিয়া বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের শের আলীর ছেলে। তাঁকে পরে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাতে বানিয়াচং থানার মক্রমপুর পাটলী এলাকায় এক শিশু ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় মক্তবের শিক্ষক আশিক মিয়া ওই শিশুর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার রাতে পানি আনার কথা বলে তিনি শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে উপস্থিত আরও দুই সহযোগী শিশুটির হাত-মুখ চেপে ধরেন। পরে আশিক মিয়া শিশুটিকে ধর্ষণ করেন।

‎চিৎকার শুনে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আসামিরা পরিবারটিকে মামলা না করার জন্য হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বানিয়াচং থানায় মামলা করেন।এর আগে, একই মামলার দ্বিতীয় আসামিকে ২৩ ডিসেম্বর গ্রেপ্তার করে র‌্যাব–৯।

‎র‌্যাব–৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ধর্ষণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব–৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।