নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের শেষকৃত্য সম্পন্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের শেষকৃত্য
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের শেষকৃত্য।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
শেষকৃত্য উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত বুধবার সকালে মানিক লাল দাশ প্রতিদিনের মতো হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শৌলাগড় হাওরের জলাশয়ে স্থানীয় জেলেরা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মানিক লাল দাশ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।



