নাচোলে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী এবং সঞ্চালনায় ছিলেন পৌর আমীর মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মিজানুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহইয়া খালেদ, ঢাকা উত্তর বিমানবন্দর উপজেলা আমীর ইব্রাহীম খলিল, নাচোল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন,২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতন হয়েছে। জনগণের আকাঙ্ক্ষায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। এ সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের রায়ের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন আয়োজন করা। দেশের ৭০ ভাগ মানুষ পিআরের পক্ষে মত দিয়েছে। ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ দল পিআর পদ্ধতির সমর্থন করেছে। এখন গণভোটের মাধ্যমে জনগণের মত যাচাই করা হোক। আমরা জনগণের রায় চাই, কিন্তু সরকার গণভোটকে ভয় পাচ্ছে।তিনি আরও বলেন,
পিআরের মাধ্যমে যদি পেশিশক্তি ও কালো টাকামুক্ত একটি মানসম্পন্ন সংসদ গঠিত হয়, তাহলে আর কোনো দলের ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে না। তাই জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।
নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী বলেন,জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ আমাদের ৫ দফা দাবি বাস্তবায়ন করা না হলে রাজপথে আন্দোলন জোরদার করা হবে।
পৌর আমীর মনিরুল ইসলাম বলেন,এ দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবিকে প্রতিষ্ঠিত করতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সফল হবো।
এছাড়া অন্যান্য বক্তারা বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে প্রকৃত অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।