বারঘরিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

বারঘরিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়

বারঘরিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে ৪টি সড়ক ও ৪৮ নং বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এছাড়া বারঘরিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

রবিবার ফলক উন্মোচনের মাধ্যমে এইসব কাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি। এসব কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলডিজিইডি), চাঁপাইনবাবগঞ্জ। উদ্বোধনকালে এলডিজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিকসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংসগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ জনসাধারণ।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল ওদুদ আওয়ামী লীগ সরকারের দৃশ্যমান উন্নয়ন কর্মকা- তুলে ধরেন এবং পুনরায় নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে দেশ পরিচালনার দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

আব্দুল ওদুদ বলেন-২০০৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে উন্নয়ন করব। প্রতিটি ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি, মসজিদ মাদ্রাসা, গোরস্থানের উন্নয়ন করে দিয়েছি। প্রকৃতপক্ষে এসব কাজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে।

তাই যে প্রধানমন্ত্রী আপনাদের জন্য এতো কিছু করছেন তার জন্য আপনাদেরও কিছু করার আছে। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, এইসব ভাতা বন্ধ হয়ে যাবে।