চাঁপাইনবাবগঞ্জে অনুদানের চেক বিতরণ
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই চেক বিতরণের আয়োজন
 
                                চাঁপাইনবাবগঞ্জে দুস্থ-অসহায় শিক্ষার্থী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং রোগীদের মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১টায় জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুজ্জামান। এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচারক উম্মে কুলসুম, রেজিস্ট্রেশন অফিসার ফিরোজ কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৫ লাখ ৩৮ হাজার টাকার চেক ১১৩ জনের মধ্যে বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই চেক বিতরণের আয়োজন করে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
