মহাম্মদখানী সেচ প্রকল্পের নির্বাচনে সভাপতি আব্দুল কাদের,সম্পাদক আব্দুস সবুর
চাঁপাইনবাবগঞ্জে মহাম্মদখানী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচন
মুসা মিয়া স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মহাম্মদখানী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সভাপতি পদে আব্দুল কাদের মিঞা ও সম্পাদক পদে আব্দুস সবুর নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেলে ৪ পর্যন্ত সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষ সন্ধ্যার পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি পলাশ কুমার প্রামাণিক।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৪‘শ’৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের মিঞ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আশরাফুল আলম (শাকিল) বাইসাইকেল প্রতীকে পেয়েছে ৩’শ’২৮ ভোট। আর সম্পাদক পদে মই প্রতীকে ৫‘শ’৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আব্দুস সবুর এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শারিউল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ২‘শ’৭৪ ভোট। এবং সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ ইয়াকুব আলী নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে হরিণ প্রতীকে মোঃ মোক্তার হোসেন ( ভদু) ৪‘শ’৩৯ ভোট পেয়ে ১ম। মোঃ ফাইজুল কবির তালাচাবি প্রতীকে ৪‘শ’৯ ভোট পেয়ে ২য়। মোঃ মনির আহসান বাবু হাতপাখা প্রতীকে ৪‘শ’৭ ভোট পেয়ে ৩য়। মোঃ আকরাম আলী আম প্রতীকে ৪‘শ’ ভোট পেয়ে ৪র্থ। আব্দুল সাত্তার গাভী প্রতীকে ৩‘শ’৮৬ ভোট পেয়ে ৫ম সদস্য পদে নির্বাচিত হন।