কুমিল্লা -৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়া আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হাজী জসিম উদ্দিন চূড়ান্ত মনোনীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা -৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের প্রার্থী হিসেবে জননেতা হাজী মোঃ জসিম উদ্দিন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

মোঃ আবদুল্লাহ বুড়িচং:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা -৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের প্রার্থী হিসেবে জননেতা হাজী মোঃ জসিম উদ্দিন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আনুষ্ঠানিক মনোনয়নপত্রের মাধ্যমে তাঁর প্রার্থিতা নিশ্চিত করা হয়। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র প্রদান করা হয়।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) দুই উপজেলায়
মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দলীয় নেতৃত্ব ও বুড়িচং ব্রাহ্মণপাড়া বাসীর প্রতি আমি কৃতজ্ঞ।
এদিকে তাঁর চূড়ান্ত মনোনয়ন ঘোষণার খবরে (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) উপজেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, জননেতা হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে কুমিল্লা -৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।




