‎হবিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছর

‎হবিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

‎সকালে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎এরপর সদর উপজেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কুচকাওয়াজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং প্রদর্শনী পরিদর্শন করেন। জেলা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন কুচকাওয়াজে অংশ নেয়।

‎কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

‎বিজয়ের দিনে হবিগঞ্জ জেলা পুলিশ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।