বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদ্যাপন
র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আগে সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে শুরুতে র্যালি বের করা হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আগে সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর সামাদ, সংগীত প্রশিক্ষক ওস্তাদ আলাউদ্দিন, বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুন ও পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেন। সঞ্চালনায় ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। এ সময় লেখক ওয়াহিদুর রহমান শিপুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন শাখার শিল্পীরা অংশগ্রহণ করেন।