বালুগ্রাম আদর্শ কলেজে পিঠা উৎসব 

দিনব্যাপী অনুষ্ঠিত এই পিঠা উৎসবে হাজারো দর্শনার্থী ভিড় জমায় আনন্দে মেতে উঠে বালুগ্রাম আদর্শ কলেজের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও

বালুগ্রাম আদর্শ কলেজে পিঠা উৎসব 

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই উৎসবের উদ্বোধন করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল ও কলেজের অধ্যক্ষ মোহা. মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. তরিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক মিথুনসহ শিক্ষক ও অন্য অতিথিবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠিত এই পিঠা উৎসবে হাজারো দর্শনার্থী ভিড় জমায়। আনন্দে মেতে উঠে বালুগ্রাম আদর্শ কলেজের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

উৎসবের আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন।

পিঠা উৎসব শেষে শ্রেষ্ঠ তিনটি স্টলকে পুরস্কার দেয়া হয়। পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ মোহা. মতিউর রহমান, উপাধ্যক্ষ মো গোলাম ফারুক মিথুন ও সহকারী অধ্যাপক মো. মোখলেসুর রহমান।

এর আগে পিঠা উৎসবের শুরুতে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।