গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি সাহাদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী , সাংবাদিক সারওয়ার জাহান সুমন রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আসমা খাতুন, ছাত্রি রাইসা খাতুন প্রমুখ।