চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম ওরফে সুজনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম ওরফে সুজনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলা জজ আদালত ভবন সংলগ্ন এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার মো. ইব্রাহীমের ছেলে এবং সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি সুজনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ ছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সাজা দেন আদালত। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। গ্রেপ্তারের পর রবিবার বিকেলে সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।