চাঁপাইনবাবগঞ্জে টলীর ধাক্কায় অটোযাত্রী নিহতের ঘটনায় পলাতক চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ট্রলিচালককে আটক করেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোফাজ্জল হোসেন (তোফাজ্জল) নিহতের ঘটনায় ট্রলিচালককে আটক করেছে র্যাব। আটক ট্রলিচালক সদর উপজেলার ভোলাপাড়া নরেন্দ্রপুরের মৃত আনিছুর রহমানের ছেলে মো. জিহাদী (৪২)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শাহাজানপুর ইউনিয়নের খিজমতপাড়া ইসলামপুর এলাকা থেকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে আটক করে।
র্যাব আরো জানায়, গত রবিবার দুপুর ২টার দিকে ‘শেখ হাসিনা সেতু’ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-চরবাগডাঙ্গাগামী একটি ট্রলি একই দিকে গমনকারী একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে তোফাজ্জল নামের এক অটোযাত্রী মারা যায়। ঘটনার পরই চালক দ্রুত ট্রলি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে র্যাবের একটি গোয়েন্দা দল কয়েক ঘণ্টার মধ্যে পলাতক ট্রলিচালককে আটক করে।