চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালি, আলোচনা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের বিশেষ মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। পরে র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনডিসি তৌফিক আজিজ, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, স্টেশন অফিসার ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক রোকসানা আহমদ।

পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটাররা অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত বিশেষ মহড়া প্রদর্শন করেন। এই অংশের অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার ফাইটার রবিউল ইসলাম। শিক্ষার্থীদেরকে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানো শেখানো হয়।

অন্যদিকে গোমস্তাপুর প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানসহ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অন্যদিকে শিবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, দুর্যোগ কখনো বলে আসে না। যেকোনো মুহুর্তে দুর্যোগ আসতে পারে। তাই নিজেদেরকে সর্তক থাকতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সাবধান থাকলে অনেক দুর্যোগে বড় ধরণের ক্ষতি এড়িয়ে যাওয়া সম্ভব। বাড়ি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা দুর্যোগ সহনীয় হয়। এমনভাবে করা যাবে না, যেটা দুর্যোগের কারণ হয়। সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে হবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে হবে এবং তাদের খবর দিতে হবে। এতে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া প্রদর্শিত হয়।