চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলফাজ আলী (৫০)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আসগর আলী পিপিএম জানান, আজ রবিবার একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কোর্টবাগানে ঘোরাফেরা করছিল এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল বিকেল সোয়া ৩টার দিকে কোর্টবাগান থেকে গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে আটক করে।
আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।