বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ -২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির জন্য, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : কৃষিই সমৃদ্ধ, এই শ্লোগানকে সামনে রেখে, নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ -২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির জন্য, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকাল ১০.৩০ টায় বীজ ও সার বিতরণ উপলক্ষে বদলগাছী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাজিব আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসর গোন।

সভাপতির বক্তব্যে সাবাব ফারহান বলেন,আমরা উপজেলার ৮টি ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করছি, প্রতি দীঘাতে ৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ বিতরণ করছি। উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন দোকান থেকে জব্দ কৃত মেয়াদ উত্তির্ন ও নকল কৃষি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কীটনাশক ধ্বংস করা হয়।