নওগাঁয় কৃষক দলের বর্ধিত সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ ই নভেম্বর সদর উপজেলা শাখার আয়োজনে, নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ ই নভেম্বর সদর উপজেলা শাখার আয়োজনে, নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
কৃষক দলের সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকছেদ আলী মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু।
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, কৃষক দলের নেতাকর্মীরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কৃষক দল থেকে বেশ কয়েকজনকে আগামী সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
এই বর্ধিত সভায় জেলার ১১টি উপজেলা থেকে কৃষক দলের প্রায় ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।




