১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ-ইসি সানাউল্লাহ

প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ আগামী ১৬ নভেম্বর থেকে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ

১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ-ইসি সানাউল্লাহ
সংগ্রহীত ছবি

প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ আগামী ১৬ নভেম্বর থেকে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালটও। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা।

হ্যাঁ অথবা না এর বিধান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

নির্বাচনকে সামনে রেখে ম্যাজিস্ট্রেটরা এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেন আশাবাদও ব্যক্ত করেন ইসি সানাউল্লাহ।

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক— এ কথা জানিয়ে সানাউল্লাহ বলেন, এটা দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

এ জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ