চাঁপাইনবাবগঞ্জে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ইফার আলোচনা সভা
নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মসজিদের ইমাম, আলেম-ওলামায়েদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের জেনারেল কেয়ারটেকার মো. আবুল কালাম আজাদ। শেষে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া।
ইমাম ও ওলামায়েদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ বলেন- আপনারা হচ্ছেন সমাজের নেতা, আপনাদের কথা সাধারণ মানুষ মান্য করে। কাজেই আপনারা মানুষকে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও মানবপাচার সম্পর্কে বোঝাবেন, জনসাধারণ যেন তাদের মেয়েদের বাল্যবিয়ে না দেয়, কোনো ধরনরে গুজবে কান না দেয়, ধর্মীয় মূল্যবোধ যেন নষ্ট না হয়। তিনি বলেন- সামনে দুর্গাপূজা। আমরা সংখ্যাগুরু হিসেবে সংখ্যালঘুদের প্রতি আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। খেয়াল রাখবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে। আপনারা এসব বিষয় খুতবায় তুলে ধরবেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন- নারী ও নির্যাতন, বাল্যবিয়ে বা পাচারসহ যে কোনো অপরাধের কথা জানতে পারলে আপনারা পুলিশকে জানাবেন আমরা ব্যবস্থা নিব। তিনি বলেনÑ সন্তানদের দেখেশুনে রাখতে হবে। বিশেষ করে মেয়েদের প্রতি যতœশীল হতে হবে এবং নির্দিষ্ট সময় হওয়ার পর তাদের সংসারের দায়িত্ব দিতে হবে। ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, খুতবার সময় যৌতুক অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।