চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির পদযাত্রা
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দেশব্যাপী জেলায় জেলায় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দেশব্যাপী জেলায় জেলায় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার বিকেলে বাঁতেন খাঁর মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শান্তিমোড় দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পদযাত্রা শেষে আবারও বাঁতেন খাঁর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক হায়াতুদ্দোলা, সদর উপজেলা বিএনপি নেতা ওবায়েদ পাঠান, নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক ইয়াজদানী জজ, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মবিনুর রহমান মিয়াসহ অন্যরা।
এসময় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রভাষক সৈয়দ আনোয়ার হোসেন, যুবদল নেতা আতিক হোসেন মুক্তাসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।
বক্তারা সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জোর দাবী জানান। আগামী নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে করারও জোর দাবী জানান সমাবেশে বক্তারা।