নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু বিতরণ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু (ষাঁড়/বকনা) বিতরণ করা হয়েছে।
তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু (ষাঁড়/বকনা) বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২২০ জনের মাঝে গরু বিতরণ করা হয়।
গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোসাদ্দেকুর রহমান, উপকারভোগীসহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।