নওগাঁয় রাকাবে ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৮৩টি শাখায় একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্প

নওগাঁয় রাকাবে ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

এ.বি এস রতন স্টাফ রিপোর্টার:রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৮৩টি শাখায় একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্প। আজ ২১ থেকে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এরই অংশ হিসেবে রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জোনের নওগাঁ শাখায় ঋণ আদায় ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। ১৬ লাখ টাকা ঋণ আদায়ের মাধ্যমে এ ক্যাম্পের সূচনা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। তিনি বলেন,গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ ক্যাম্পের মূল লক্ষ্য। এতে ব্যাংক ও গ্রাহক—উভয়ই উপকৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্ত রঞ্জন বসাক, নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।

নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন,“শীতের কুয়াশাচ্ছন্ন সকালেও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি, এই তিন দিনে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ আদায় সম্ভব হবে।

ক্যাম্পকে ঘিরে শাখা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক গ্রাহক স্বেচ্ছায় তাদের বকেয়া ঋণ পরিশোধ করতে শাখায় উপস্থিত হন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ খেলাপি ঋণ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।