চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার
পৌরসভাসহ সদর উপজেলার গোবরাতলা ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলার গোবরাতলা ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদর মডেল থানার অফিসার ইনচাজ মো. সাজ্জাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘেœ পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, মণ্ডপে মণ্ডপে ঢাক বাজছে, কিন্তু মসজিদে মসজিদে আজানের সময় বন্ধ থাকছে, এটাইতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই সম্প্রীতি বজায় রাখতে হবে। কেউ কোনো ধরনের গুজবে কান দেবেন না।