সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সাম্প্রতিক সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় “বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই” স্লোগান শিক্ষার্থীরা।

সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সাম্প্রতিক সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় “বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই” স্লোগান শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরের মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নিশ্চুপ। স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব, আইন উপদেষ্টা নীরব। কিন্তু আমরা শিক্ষার্থীরা সরব রয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে ধর্ষকদের ফাঁসি দিতে হবে। সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার দেন শিক্ষার্থীরা।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। আর এতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। এ সময় শিক্ষার্থীদের ‘তুমি কে, আমি কে-আসিয়া আসিয়া, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হন।