চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু-মা আহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের গুলবাগ মহল্লায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে মিজানুর রহমান মিজান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

কপোত নবী,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের গুলবাগ মহল্লায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে মিজানুর রহমান মিজান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মা সুফিয়া আহত হয়। তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা টি ঘটে।নিহত মিজান পৌর এলাকার শিবতলা নতুন পাড়ার মনিরুল ইসলাম মনোয়ারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মতিউর রহমান জানান, বিকেলে ঝড় বৃষ্টির সময় মিজান ও তার মা বাড়ির সামনের একটি আমগাছের নিচে পড়ে থাকা আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয় এবং তাঁর মা আহত হন।
স্থানীয়রা জানায়, বজ্রপাতের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে প্রতিবেশীরা দ্রুত আহত সুফিয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।