সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী করতে হবে-হবিগঞ্জে নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক
হবিগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ কনফারেন্স রুমে এ বৈঠক আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন সুজন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ সরকার।
বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের ভিত্তি। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হয়। তাঁরা আরও বলেন, নির্বাচন কেবল এক দিনের আয়োজন নয়, এটি একটি কাঠামোগত প্রক্রিয়া। এ প্রক্রিয়া শক্তিশালী না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজনের সহসভাপতি গোলাম রব্বানী, মহসিন চৌধুরী, পার্থ প্রতিম দাস, এডভোকেট আব্দুল মালেক হৃদয়, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, প্রিন্সিপাল জহুর আতিকুল ইসলাম সোহাগ, এডভোকেট মনমোহন দেব নাথ, সাংবাদিক মো. আব্দুর রকিব, এডভোকেট ফাতেমা ইয়াসমিন, অধ্যক্ষ মো. জালাল উদ্দিন রুমি, ইঞ্জিনিয়ার আতাউর রহমান, সাংবাদিক শাহ আলম, মীর সাজন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা সমাজের সকল শ্রেণির নাগরিককে সচেতন, সংগঠিত ও সোচ্চার হয়ে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা, রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”- এই প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা, আইন, সাংবাদিকতা ও নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা।



