হবিগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
হবিগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মাসুদ রানা সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মাসুদ রানা সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, পদোন্নতি শুধু মর্যাদা নয়, দায়িত্বও বৃদ্ধি করে। সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।




