নবীগঞ্জে মা"কে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

‎হবিগঞ্জের নবীগঞ্জে মা’কে গলা কেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফজল মিয়া ২০ বছর পলাতক থাকার পর র‌্যাব-৯ গ্রেফতার করেছে।

নবীগঞ্জে মা"কে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে মা’কে গলা কেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফজল মিয়া ২০ বছর পলাতক থাকার পর র‌্যাব-৯ গ্রেফতার করেছে।

‎রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎র‌্যাব জানিয়েছে, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জের আদিত্যপুর গ্রামের আঙ্গুরা বেগমকে হত্যা করে ফজল। হত্যার পর লাশ ঘরের ভেতরে রেখে তিনি পালিয়ে যান। নিহতের ভাই নবীগঞ্জ থানায় মামলা দায়ের করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

‎মামলার দায়রা নং ২২/২০০৬ এবং নবীগঞ্জ থানার মামলা নং ৫০(১০)২০০৫ অনুযায়ী ফজল ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। র‌্যাব দীর্ঘদিন তাকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

‎গ্রেফতারের পর ফজল মিয়াকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।