চাঁপাইনবাবগঞ্জে বিশ্বজয়ী দুই হাফেজকে ঘিরে সীরাত মাহফিলে জনস্রোত

চাঁপাইনবাবগঞ্জে একদিন ব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বজয়ী দুই হাফেজকে ঘিরে সীরাত মাহফিলে জনস্রোত
ছবি চাঁপাই প্রেস

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে একদিন ব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মাঠে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজিত ঐতিহাসিক সীরাত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে অনুষ্ঠিত ১২৩ দেশের মধ্যে পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিশ্বজয়ী হাফেজ আনাস বিন আতিক ও ইরানে অনুষ্ঠিত ১১০ দেশের মধ্যে বিশ্ব পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ।

ঐতিহাসিক সীরাত মাহফিলে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌর ভবন জামে মসজিদ খতিব হাফেজ ক্বারী মাওঃ মোঃ আসলাম কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ,চাঁপাইনবাবগঞ্জ মাজলিসুল মুফাসসিরিন সেক্রেটারী মাওঃ মোঃ একরামুল হক প্রমুখ।

ঐতিহাসিক সীরাত মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মুফাসসির চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা মাওঃ মোঃ আব্দুল মাতিন।