নাগরিক প্ল্যাটফর্মের গণতন্ত্র উৎসব
চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে গণতন্ত্র উৎসব উদযাপন করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে গণতন্ত্র উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ উৎসবের উদযাপন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
পরে সেখানে গণতন্ত্র উৎসবের উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। নাগরিক প্লাটফর্ম’র সভাপতি শাহআলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, ডেমক্রেসিওয়াচ’র নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, নাগরিক প্লাটফর্ম’র সদস্য জোনাব আলীসহ অন্যরা।
পরে যুব ফোরামের সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। এছাড়াও নতুন ভোটাররা কিভাবে ভোট দিবে এ বিষয়ে প্রদর্শনী করা হয়েছে নির্বাচন অফিসের পক্ষ থেকে। বিকালে যুবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার করা হয়। সেমিনার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণ শেষে যুবদের নিজস্ব উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম এর আয়োজনে এবং গণতন্ত্র উৎসব উদযাপনে সহযোগিতা করে ডেমক্রেসি ওয়াচ।