গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জলাশয়ের পানিতে ডুবে আলী হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জলাশয়ের পানিতে ডুবে আলী হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার(৬ সেপ্টেম্বর )দুপুরে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী শিরোটোলা গ্রামে এ ঘটনায় ঘটে। আলী হোসেন শিরোটোলা গ্রামের মারুফ আলীর ছেলে। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াদুদ আলম জানান, বাড়ির পাশের জলাশয়ের পাড়ে খেলার সময় আলী হোসেন অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত্যু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।