চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হকসহ অন্যরা।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,দারিদ্র্য, নিরাপত্তহীনতা ও সামাজিক নানান কুসংস্কারের কারণে আইনের তোয়াক্কা না করে বাল্যবিয়ে অব্যাহত রয়েছে। বাল্যবিয়ে, মাদকসহ সকল অপরাধ রোধে আরো সচেতন হতে হবে। এছাড়া বিয়ের কারণে বিচ্ছেদের হারও আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে। তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশ করলে এ পথ থেকে উত্তরণ সম্ভব। পাশাপাশি বাল্যবিয়ে বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া এখনো মাদকের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।