নওগাঁ ৩ আসনে উঠান বৈঠকে ব্যস্ত বিএনপি'র মনোনীত প্রার্থী
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার বদলগাছীতে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা। গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ভোট’। সেই আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনি উঠান বৈঠক।
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার বদলগাছীতে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা। গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ভোট’। সেই আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনি উঠান বৈঠক।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে বদলগাছী উপজেলার আধাইপুর ও কোলা ইউনিয়নের কেশাইল,বনগ্রাম মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে প্রার্থীরা ভোটারদের মুখোমুখি হয়ে তুলে ধরেন তাদের প্রতিশ্রুতি, উন্নয়ন ও পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সম্মানিত ১ নং সদস্য মনিরা সুলতানা। তিনি বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে বদলগাছীর প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে। তবে সকল কে সজাগ থাকতে হবে, একটি দল ইতি মধ্যেই নির্বাচন বানচালের পায়তারা করছে। সকল কে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে হবে।
স্থানীয় ভোটার পারভিন সুলতানা বলেন, এমন উঠান বৈঠকে আমরা সরাসরি প্রশ্ন করতে পারি, কে কী করবে জানতে পারি—এটাই সবচেয়ে ভালো দিক।
অন্যদিকে তরুণ ভোটার আতিক হোসেন বলে , আগে শুধু পোস্টারে দেখতাম, এখন সরাসরি দেখতে পারছি এবং আমাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও জানতে পারছি, এরকম উদ্যোগ ভোটারদের সচেতন করছে।
উঠান বৈঠকে উন্নয়ন, শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে ভোটারদের নানা প্রশ্নে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রার্থীরাও নিজেদের যোগ্যতা তুলে ধরতে ব্যস্ত সময় পার করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নুর ইসলাম,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান পিন্টু,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নান্নু
উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম, কোলা ইউনিয়ন যুব দলের সভাপতি হাসান আলী হাসু,সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ ছাত্রদল,যুবদল,শ্রমিক দল,মহিলা দলসহ অন্যান্য নেতাকর্মীরা।



