নওগাঁর বদলগাছীতে বিএনপি'র উদ্যোগে কর্মী সম্মেলন
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল, উপজেলা বিএনপির _সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান কেটু প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত কর্মী সম্মেলন উপজেলার সকল ইউনিয়নের বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।