‎চুনারুঘাট সীমান্তে ছিনতাইকারীর কবল থেকে তিন নারীকে উদ্ধার করল বিজিবি ‎

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্তে ছিনতাইকারীর কবল থেকে তিন নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

‎চুনারুঘাট সীমান্তে ছিনতাইকারীর কবল থেকে তিন নারীকে উদ্ধার করল বিজিবি  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্তে ছিনতাইকারীর কবল থেকে তিন নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কালেঙ্গা বিওপির টহল দল এ অভিযান চালায়।

‎বিজিবি সূত্রে জানা যায়, জাম্বুরাছড়া সংলগ্ন রিজার্ভটিলা এলাকায় তিন নারীকে অজ্ঞাত পরিচয়ের তিনজন ছিনতাইকারী জিম্মি করে রেখেছিল। স্থানীয় এক যুবক খবর দিলে কালেঙ্গা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এরপর ওই তিন নারীকে নিরাপদে উদ্ধার করে তাঁদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।

‎উদ্ধার হওয়া নারীরা হলেন - মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হরিনছড়া গ্রামের মৃত পিউশ হাজং মেয়ে লতিকা হাজং (৪৩),মৃত সুদীশ নাল মেয়ে মীনা দাড়িং (৪৫), মৃত পিউশ হাজং মেয়ে শ্রাবণী হাজং(৪৮)।

‎পরিবার সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাঁদের আটকে রেখে তিনটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়।

‎হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,সীমান্ত সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব হলেও সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎তিনি আরও বলেন, “সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত জরুরি। যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য বিজিবিকে জানানোর আহ্বান জানাচ্ছি।