মাধবপুরে বঙ্গবন্ধু পরিষদের সাবেক নেতা জনতার হাতে আটক
হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী রাজনীতির সক্রিয় কর্মী আজিজুর রহমান জয়কে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী রাজনীতির সক্রিয় কর্মী আজিজুর রহমান জয়কে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মাধবপুর পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় কয়েকজন যুবক আজিজুর রহমান জয়কে ঘেরাও করে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি মাধবপুর থানায় পুলিশের হেফাজতে আছেন।
আটক আজিজুর রহমান জয় উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে যুক্ত। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রসমাজের একাংশ আজিজুর রহমান জয়ের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করা, বিরোধী মত দমন এবং এলাকায় উত্তেজনা সৃষ্টির অভিযোগ করে আসছিল। এ নিয়ে একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে মাধবপুরে উত্তেজনা দেখা দেয়। এ সময় আজিজুর রহমান জয় শহরে উপস্থিত হলে ছাত্রজনতা তাকে দেখে ঘেরাও করে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বলেন, ‘স্থানীয় জনতা আজিজুর রহমান জয়কে আটক করে পুলিশের হাতে দিয়েছে। পরে তাকে থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



