জাতিসংঘ হতে রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটি স্পিডবোট প্রদান
জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা কক্সবাজার টেকনাফ চিটাগাং ও রাজশাহীতে একটি করে মোট ৪টি অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির স্পিডবোট প্রদান করেন
রাজশাহীতে নৌপথে মাদক অপরাধ দমনে ও মাদক উদ্ধার এবং নৌপথে টহল বৃদ্ধির জন্য জাতিসংঘের ইউএনওডিসি'র পক্ষ থেকে অত্যাধুনিক প্রযুক্তির একটি দ্রুতগতির স্পিডবোট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,রাজশাহীকে প্রদান করা হয়েছে।
গত বুধবার (২২ মে) সকালে রাজশাহীর পদ্মা নদীর পারে জাতিসংঘের ইউএনওডিসি এর একটি প্রতিনিধি দল অত্যাধুনিক প্রযুক্তির একটি দ্রুতগতির স্পিডবোট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এর কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনওডিসি এর প্রতিনিধি জনাব হাসিবুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহা: জিললুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আলমগীর হোসেন ও পরিদর্শক জনাব মোঃ রায়হান আহমেদ খানসহ অন্যান্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহা: জিললুর রহমান আমাদের জানান : মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নৌপথে মাদক অপরাধ দমনে ও মাদক উদ্ধারে আধুনিকায়নের জন্য জাতিসংঘের এ বিশেষায়িত সংস্থা অত্যাধুনিক প্রযুক্তির একটি দ্রুতগতির স্পিডবোট রাজশাহীতে প্রদান করেন এবং পযার্য়ক্রমে বিভিন্ন আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন।
এছাড়াও জনাব মোহা: জিললুর রহমান আরও বলেন: রাজশাহী সীমান্ত,গোদাগাড়ী সীমান্ত,শিবগঞ্জ সীমান্ত এইসব নৌপথ সীমান্ত এলাকায় মাদক অপরাধ দমনে এই অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির স্পিডবোটটি বিশেষ ভূমিকা রাখবে এবং নৌপথে আগের তুলনায় বেশি শক্তিশালী হয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে: জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা কক্সবাজার,টেকনাফ,চিটাগাং ও রাজশাহীতে একটি করে মোট ৪টি অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির স্পিডবোট প্রদান করেন এবং দ্রুতগতির এ স্পিডবোট পরিচালনা করতে ইতিমধ্যে শ্রীলঙ্কা ও কক্সবাজারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও জাতিসংঘের এ সংস্থা পযার্য়ক্রমে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন।