চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া ৮টি মোটরসাইকেল সহ রাহাত আলী (২৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার 

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া ৮টি মোটরসাইকেল সহ রাহাত আলী (২৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার তারাপুর-মোন্নাপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৮ টি বিভিন্ন কোম্পানী ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশ মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর। এরা হলেন- দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মোঃ শিহাব (২১)। পরে পুলিশ তাদের একটি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে এবং রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে সোহেল ও শিহাবের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাহাতের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা চারজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

● উদ্ধারকৃত 8 মটরসাইকেলের বর্ণনা:

১। একটি লাল রংয়ের HERO HF Deluxe. 100cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং-HA11EJJGL00421, চেসিস নং-PSIHAR267JJM00789, মূল্য অনুমান-১,১২,০০০/-টাকা।

২। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HONDA Splender, 100 cc মটর সাইকেল, যার ইঞ্জিন নং-HA10EHB9K14456, চেসিস নং-MBLHA10ADB9K00325 . মূল্য অনুমান-৮০,০০০/-টাকা।

৩। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HF Deluxe 100 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- HA11ENM9D03716, চেসিস নং- PS1HAR051MJG00536. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা।

৪। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO Glamour 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- JA06EJGGC23555, চেসিস নং- MBLJA06ANGGC00609 মূল্য অনুমান-৮০,০০০/-টাকা।

৫। একটি লাল রংয়ের HERO HONDA CD Deluxe 100 cc, যার রেজিঃ নং নওয়াবগঞ্জ হ-১৩- ০২৭৪, ইঞ্জিন নং-HA11EDA9J09641, চেসিস নং- MBLHA11ERA9JO7254. মূল্য অনুমান- ৭০,০০০/-টাকা।

৬। একটি রেজিঃ বিহীন কালো-লাল রংয়ের DISCOVER 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- JZZWFA08291, চেসিস নং-*MD2A15BZ3CWC86242*. মূল্য অনুমান-৮০,০০০/-টাকা।

৭। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HF Deluxe. 100cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- HA11EGE9L17418, চেসিস নং-MBLHA11ALE9LO9518. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা।

৮। একটি রেজিঃ বিহীন কালো-নীল রংয়ের HERO Glamour 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- JA06EJKGG01694, চেসিস নং-PS1JAS092KJH01190. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা।